সাবসিশন কি?

author-image
Harmeet
New Update
সাবসিশন কি?

নিজস্ব সংবাদদাতাঃ  সাবসিশন  এমন একটি প্রক্রিয়া যা ত্বকের গভীরে পৌঁছে দাগ মেটায়। ত্বকের গভীরে টিসুতে অ্যাকনের বিশ্রী দাগ আটকে থাকে। এই চিকিৎসায় ত্বকের গভীরে থাকা সেই টিসুগুলি বার করে আনা হয় যাতে ত্বকের উপরে অ্যাকনের দাগ কম হয়ে যায়। এর সঙ্গে চাইলে ফ্যাট গ্রাফটিংও করাতে পারেন যাতে আবার যদি কখনও অ্যাকনে হয়ও, তা ত্বকের টিসুর সঙ্গে আটকে না যায় আর বিশ্রী দাগ না হয়ে যায়।