নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে পরিচিত ফর্মে নেই লেস্টার সিটি। অবনমনের আওতায় রয়েছে তারা। এই পরিস্থিতিতে আরও একটা মূল্যবান পয়েন্ট পেল দল। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শনিবারের ম্যাচে ড্র করেছে সিটি। দুই দলই পেল একটি করে পয়েন্ট। দশ ম্যাচ খেলে লেস্টারের প্রাপ্ত পয়েন্ট ৫। ক্রম তালিকায় ১৯ নম্বরে রয়েছে তারা।