নিজস্ব সংবাদদাতা : মেট্রোর কাজের জন্য বউবাজারে একের পর এক বাড়িতে ফের ফাটল আতঙ্ক। আশ্রয়হারা বহু। এ বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন ইতিমধ্যেই। তাঁর নির্দেশে বউবাজারে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র, রেল-কেএমআরসিএলের প্রতিনিধিরা।
মেট্রোর কাজের জন্য কেন বার বার বিপত্তি ঘটছে সে বিষয়টি জোর দেওয়া হয়েছে বৈঠকে। ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন।বিপর্যয় নিয়ে একটা সুরাহা বের করেতই হবে। ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সুরঙ্গে জল ঢোকা বন্ধ হলেও উদ্বেগ রয়েছে।'