New Update
নিজস্ব প্রতিনিধি, লাউদোহা: পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বনগ্রাম পানসিউলি এলাকায় টোটোর দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় মানুষজন। রাস্তার যেখানে সেখানে অযথা দাঁড়িয়ে পড়ে টোটো, ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে অনবরত, এমনটা অভিযোগ স্থানীয়দের একাংশের। এছাড়া টোটো চালকরা নিয়মের তোয়াক্কা না করেই ঢুকে পড়ে বাজারের মধ্যে। ফলে প্রায়শই যানজটের সৃষ্টি হয়ে যায়। চরম ভোগান্তি ভুগতে হয় পথ চলতি মানুষদের। এছাড়াও রাস্তায় অন্যান্য যানবাহন নিয়ে যাওয়াও দুঃসাধ্য হয়ে ওঠে। শনিবার বনগ্রাম এলাকায় বসে সব্জির হাট। আশেপাশের গ্রামের বহু মানুষ কেনা-বেচার জন্য আসেন এখানে। রাস্তায় অযথা টোটোর হয়রানির ফলে নাজেহাল হাট ব্যবসায়ীরাও।
মনোগ্রাম অঞ্চলের তৃণমূলের প্রাক্তন প্রধান গঙ্গাধর গোস্বামী জানান, বেকার যুবকরা টোটো নিয়ে ব্যবসা করছে ভালো কথা। কিন্তু অযথাই রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি করছে। কেউ বলতে গেলেই ঝামেলায় জড়াচ্ছে টোটো চালকরা। টোটো চালকদের এই গতিবিধির বিষয়ে উদাসীন পুলিশ প্রশাসনও, অভিযোগ এমনটাই। ফলে সপ্তাহের প্রত্যেকদিন টোটোর কারণে সমস্যা তো রয়েছেই, যেদিন সবজির হাট বসে সেদিন অবস্থা হয়ে যায় সাংঘাতিক। এই যানজটের কারণে বনগ্রাম বাজারে ব্যবসায়ীদের ব্যবসাও সেভাবে হয় না বলে অভিযোগ।
kolkata
india
bengal
westbengal
Durgapur
laudoha
asansol
news
toto
anmnews
traffic
bengalinews
latestnews
breakingnews
kolkatanews
importantnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate