নিজস্ব প্রতিনিধি-আগামী বছরে ত্রিপুরা বিধানসভার ভোট, আর এই ভোটকে কেন্দ্র করেই আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সেই সঙ্গে ২০২৩ বিধানসভা নির্বাচনকে নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক ক্ষেত্রেও।ভোটকে সফল করে তুলতে ইতিমধ্যেই ত্রিপুরার দক্ষিণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য শুক্রবার বিলোনিয়া জেলার স্ট্রং রুমে নিয়ে আসা হয় ইভিএম।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রায় ৬৫১টি ব্যলট ইউনিট, ৬৫৬টি কন্ট্রোল ইউনিট, ৬৪৫টি ভিভি প্যাড নিয়ে আসা হয়।সুত্রের খবর বিভিন্ন দলের প্রতিনিধিদের সামনে ভিভি প্যাড গুলি রাখা হয়েছে।