নিজস্ব সংবাদদাতাঃ মহিলাদের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে ভারত। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি দ্বীপ রাষ্ট্রের দলটি। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্স করে দেখিয়েছেন দীপ্তি শর্মা। তিনিই হয়েছেন এবারের উইমেন্স এশিয়া কাপের সেরা ক্রিকেটার। ব্যাট হাতে তিনি করেছেন ৯৪ রান । দলের হয়ে নিয়েছেন ১৩ টি উইকেট। এক কথায় অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি।