দূষণ মোকাবিলায় মোতায়েন করা হল অ্যান্টি-স্মোগ বন্দুক

author-image
Harmeet
New Update
দূষণ মোকাবিলায় মোতায়েন করা হল অ্যান্টি-স্মোগ বন্দুক

নিজস্ব সংবাদদাতা : খড় পোড়ানোর মরসুম এবং ফসল কাটার মরসুমে সৃষ্ট দূষণের কথা বিবেচনা করে পদক্ষেপ সরকারের। লুধিয়ানায় ফিরোজপুর সড়কে পরীক্ষামূলকভাবে অ্যান্টি স্মোগ বন্দুক মোতায়েন করা হয়েছে দূষণ মোকাবিলায়।ফিরোজপুর রাস্তা বেছে নেওয়ার কারণ এই মুহূর্তে সেখানে বড় আকারের নির্মাণকাজ চলছে। এর ফলে ধুলোর মাত্রা অসহনীয় মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। দূষণের সমস্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


শীতকালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তার আগেই দূষণ মোকাবিলায় এই পদক্ষেপ করা হল। স্মোগ বন্দুকগুলি ১০০ মিটার উচ্চতা পর্যন্ত পরমাণুযুক্ত জল ছিটিয়ে দেয় যা বায়ুবাহিত দূষণকে কমাতে কৃত্রিম কুয়াশা তৈরি করে।আসন্ন শীতের মাসগুলিতে বায়ু দূষণ কমাতে এমসি-কে সাহায্য করার জন্য এই অ্যান্টি-স্মোগ বন্দুকগুলি দেড় কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে৷