সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আবারও মানবিক উদ্যোগ কালচিনির বি.ডি.ও প্রশান্ত বর্মনের।১০০ দিনের কাজের শ্রমিকের মৃত্যুর পর পরিবারের সাথে দেখা করে সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দিয়েছেন। সূত্রের পাওয়া খবর অনুযায়ী আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজাভাত খাওয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বাইশ মাইল গারোবস্তীতে চিন্টু ওঁরাও প্রতিদিনের কাজ করে বাড়ি ফেরে।এরপর কিছুক্ষণ পরে শারীরিক অসুস্থতা দেখা দিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর গভীর রাতে চিন্টু ওঁরায়ের মৃত্যু হয়। মৃতের পরিবারের সাথে দেখা করেন বি.ডি.ও প্রশান্ত বর্মন। এরপর রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের ২০০০ টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও সরকারি এন.এফ.বি.এসের ৪০,০০০ টাকা পরবর্তীতে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন বিডিও।