মস্তিষ্কের দীর্ঘ অস্ত্রোপচারের সময় স্যাক্সোফোনে মেতে রইলেন রোগী

author-image
Harmeet
New Update
মস্তিষ্কের দীর্ঘ অস্ত্রোপচারের সময় স্যাক্সোফোনে মেতে রইলেন রোগী

নিজস্ব প্রতিনিধি-সম্প্রতি ইতালিতে এক ঘটনা বিশাল নজর কেড়েছে, ইতালির এক হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের হওয়ার সময় একজন সংগীতশিল্পী পুরো ৯-ঘন্টার অপারেশনের সময় স্যাক্সোফোন বাজিয়েছিলেন। যা ইতিমধ্যেই অবাক করেছে সবাইকে।৩৫ বছর বয়সী ওই রোগী, যাকে GZ হিসেবে চিহ্নিত করা হয়েছে, রোমের পেডিয়া ইন্টারন্যাশনাল হসপিটালে তার অপারেশন করা হচ্ছিল, তার অপারেশন চলাকালীন সময়েই সে এই কান্ড করে বসে।শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।





হাসপাতালের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগীকে সজাগ রাখা হয়েছিল, যাতে চিকিৎসকরা নিশ্চিত করতে পারেন যে, তারা যেন তার স্নায়বিক কাজের সঙ্গে আপোস না করেন।ডাঃ ক্রিশ্চিয়ান ব্রোগনা সার্জারি লিডার এবং নিউরোসার্জন বলেছিলেন , "প্রতিটি মস্তিষ্ক অনন্য, যেমন প্রতিটি ব্যক্তি।"