নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি বছরের ১৮ নভেম্বর ভোট রয়েছে হিমাচল প্রদেশে। এদিকে হিমাচল প্রদেশ সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৭ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে হিমাচলে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। এবারেও রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি শিবির বলে এক সভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হিমাচল প্রদেশের সিরমৌরে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 'হিমাচল প্রদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে ভারতীয় জনতা পার্টি।' তিনি আরও বলেন, 'রাজবংশী রাজনীতি থেকে কি দেশকে মুক্ত করা উচিত নয়? প্রধানমন্ত্রী মোদী রাজনীতিতে 'পরিবাদ' শেষ করার কাজটি করেছেন। কংগ্রেস ক্ষমতার আকাঙ্ক্ষায়, আমাদের ঐতিহ্যকে সম্মান করতে সক্ষম হয়নি।'