১১ টি পূজো কমিটির কর্মকর্তাদের হাতে শারদ সম্মান

author-image
Harmeet
New Update
১১ টি পূজো কমিটির কর্মকর্তাদের হাতে শারদ সম্মান

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বেতার বিদ্যাসাগর এফএম বিভাগের পক্ষ থেকে এবার দূর্গা পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছিল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন বিভাগের অধ্যাপকদের এবং মেদিনীপুর শহরের বিশিষ্টজনদের নিয়ে বিচারক মন্ডলী তৈরি করে ষষ্ঠী থেকেই পুজো পরিক্রমা করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই পুজো পরিক্রমার সেরা স্থানাধিকারী পুজো কমিটিগুলিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে শারদ সম্মান প্রদান করা হল। 


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসুর প্রচেষ্টায় এবং উপস্থিতিতে মেদিনীপুর শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলি ঘুরে দেখার পর আজ সেই সব পুজো কমিটির মধ্যে সেরা থিম, সেরা মূর্তি, সেরা পরিবেশ বান্ধব পুজো এবং সেরা নিরাপত্তার উপর বিচারকমন্ডলীর দল বিচার করে পুরস্কার প্রদান করা হয়। মোট পাঁচটি বিভাগে ঘোষণা করা হয়েছে ফলাফল। সামগ্রিকভাবে প্রথম হয়েছে রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গাপূজা, দ্বিতীয় অশোকনগর সার্বজনীন দুর্গাপূজা, তৃতীয় বিধান নগর সার্বজনীন দুর্গোৎসব। থিমের দিক থেকে প্রথম সংযুক্ত পল্লী সার্বজনীন দুর্গাপূজা, দ্বিতীয় বৈশাখী পল্লী সার্বজনীন দুর্গোৎসব, প্রতিমায় প্রথম কর্নেলগোলা আদি সার্বজনীন দুর্গোৎসব, দ্বিতীয় গোলকুয়াচক সার্বজনীন দুর্গোৎসব। নিরাপত্তায় ছোট বাজার সর্বজনীন দুর্গাপূজা দ্বিতীয় বার্জটাউন সার্বজনীন দুর্গোৎসব এবং পরিবেশে প্রথম কেরানী চটি সর্বজনীন দুর্গাপূজা ও দ্বিতীয় রাঙ্গামাটি সার্বজনীন দুর্গাপূজা। আজ এই ১১ টি পূজো কমিটির কর্মকর্তাদের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন জেলাশাসক এ আয়েশা রানী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।