কেনিয়া থেকে নিখোঁজ পরপর ২ ভারতীয়, রহস্যের উত্তর খুঁজছে বিদেশ মন্ত্রক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কেনিয়া থেকে নিখোঁজ পরপর ২ ভারতীয়, রহস্যের উত্তর খুঁজছে বিদেশ মন্ত্রক

নিজস্ব সংবাদদাতাঃ কেনিয়া থেকে নিখোঁজ ২ ভারতীয়। চলতি মাসের জুলাই থেকে কেনিয়ায় বসবাসকারী ওই ২ ভারতীয়র কোনও কোঁজ মিলছে না। ওই ২ ভারতীয় কোথায় রয়েছেন, সে বিষয়ে কেনিয়া প্রশাসনের সঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রক ক্রমাগত যোগাযোগ রাখছে। জুলফিকার আহমেদ খান এবং জায়েদ সামি কিদওয়ায়ি নামে ২ ভারতীয় কোথায় রয়েছেন, সে বিষয়ে বিদেশ মন্ত্রক ক্রমাগত খোঁজ শুরু করেছে কেনিয়া প্রশাসনের কাছে। রিপোর্ট প্রকাশ, চলতি বছরের জুলাই মাস থেকে যখন জুলফিকার আহমেদ খান এবং জায়েদ সামি কিদওয়ায়ি নিখোঁজ হন, ওই ঘটনার পরপরই অভিযোগ দায়ের করা হয়। দুই ভারতীয় জুলাই মাস থেকে নিখোঁজ হওয়ার পরপরই তাঁদের খোঁজ শুরু করে কেনিয়ার পুলিশ। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, কেনিয়ার আদালতে বিষয়টি চলে যাওয়ায় এ বিষয়ে শুনানির জন্য অপেক্ষ করছেন। পাশাপাশি ভারতে কেনিয়ার যে দূতাবাস রয়েছে, সেখানকার তরফে কেনিয়া প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে। সেই সঙ্গে নিখোঁজদের পরবিরার সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।