নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে এমন প্রতিশ্রুতি দেন সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওপেক প্লাস জোটের তেল উৎপাদন কমিয়ে আনার ঘটনায় সৌদি আরবকে পরিণতি ভোগ করতে হবে; মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুঁশিয়ারির দুই দিনের মাথায় কিয়েভকে এই সহায়তার ঘোষণা দিলো রিয়াদ।ফোনালাপে যুবরাজ বলেন, "তার দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান উত্তেজনার প্রশমন দেখতে চায়। দুই দেশের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার ব্যাপারেও রিয়াদের আগ্রহের কথা জানান মোহাম্মদ বিন সালমান।"