নিজস্ব সংবাদদাতাঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। ফলে ‘শত্রুরা’ সহিংসতা উস্কে দিয়ে তেহরানের প্রতি তাদের মনের ঝাল মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ইব্রাহিম রাইসি বলেন, ‘শত্রুরা সাম্প্রতিক নৈরাজ্যের সময় দেশে ঝামেলা তৈরির চেষ্টা করেছিল। কিন্তু অতীতের মতো জনগণ ধৈর্য ও প্রতিরোধের মাধ্যমে তা নস্যাৎ করে দিয়েছে।’ সাম্প্রতিক ‘সহিংসতা ও নৈরাজ্যের সময়’ ধৈর্য্যধারণ ও প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রশংসা করেন তিনি।