নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সাবেক প্রধান বিচারপতিকে শুক্রবার একটি মসজিদের বাইরে গুলি করে হত্যা করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। খারানের পুলিশ সুপার আসিফ হালিম বলেন, "আততায়ীরা খারান এলাকার মসজিদের বাইরে মুহাম্মদ নূর মেসকানজাইকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে তিনি গুরুতর আহত হন।" জানা গিয়েছে, গুলি লাগার পর সাবেক প্রধান বিচারপতিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আঘাতের কারণে তিনি হাসপাতালই মারা যান। 'নির্ভীক বিচারকের' মৃত্যুতে শোক প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেনজো বলেন, "তার সেবা অবিস্মরণীয়। শান্তির শত্রুদের কাপুরুষোচিত হামলা জাতিকে ভয় দেখাতে পারবে না।"