তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৫

author-image
Harmeet
New Update
তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত  বেড়ে ২৫

নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতরা সবাই সেখানকার শ্রমিক। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ওই খনিটিতে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আহত আরও ছয় শ্রমিককে চিকিৎসার জন্য রাজধানী ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। পাঁচ জনকে স্থানীয় ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া ৩৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 


বিস্ফোরণের সময় শ্রমিকরা খনিতে কাজ করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকে ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক ডজন খনি শ্রমিক মাটির নিচে আটকে রয়েছে। নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ করছে প্রায় ১৫০ কর্মী। জ্বালানিমন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলছে, খনিতে থাকা দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।