ইউক্রেনে আর বড় হামলা চালাবে না রাশিয়া: পুতিন

author-image
Harmeet
New Update
ইউক্রেনে আর বড় হামলা চালাবে না রাশিয়া: পুতিন

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেনে আর বড় ধরনের কোনো হামলা চালানোর প্রয়োজন নেই। তাই এখন থেকে ইউক্রেনে আর বড় কোনো হামলা চালাবে না রাশিয়া। ইউক্রেনজুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক দিন পর পুতিন এমন মন্তব্য করেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া’ শীর্ষক এক সম্মেলনে যোগ দেন পুতিন। এ সময় পুতিন বলেন, ‘বড় হামলা চালানোর আর প্রয়োজন দেখছি না। আমাদের এখন অন্যান্য কাজ আছে।’ তবে ইউক্রেনে হামলার বিষয়ে অনুতপ্ত নন পুতিন। তিনি বলেন, ‘আমার কোনো অনুশোচনা নেই। আমি এটা পরিষ্কার বলতে চাই, সেখানে এখন যা ঘটছে, তা অপ্রীতিকর।’ ইউক্রেনে যে অভিযান চালানো হয়েছে, তা সঠিক ও সময়মতো চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।