ইরানি ড্রোন মোকাবিলায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে ইউক্রেন

author-image
Harmeet
New Update
ইরানি ড্রোন মোকাবিলায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার কেনা ইরানি ড্রোনের হামলা মোকাবিলায় নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ একথা জানিয়েছেন। ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তিনি মনে করেন রাশিয়ার কাছে ইরান নির্মিত অন্তত ৩০০টি ড্রোন রয়েছে। এগুলো আক্রমণে ব্যবহার করা যায়। তিনি আরও বলেছেন, এমন আরও কয়েক হাজার ড্রোন কেনার চেষ্টা করছে রাশিয়া। এমনটি ঘটবে কি ঘটবে না, তা আমরা দেখতে পাব। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। ওলেক্সি রেজনিকভ বলেন, "এসব ড্রোন মোকাবিলার জন্য আমরা একটা ব্যবস্থা উদ্ভাবন করছি। বিস্তারিত জানার জন্য আমরা ড্রোনগুলো পর্যবেক্ষণ করেছি, দেখেছি ভেতরে কেমন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এগুলোর আলোকে আমরা একাধিক পাল্টা ব্যবস্থা গড়ে তুলছি।"