New Update
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের ডিভিসি মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের নিকট ৬০ নং জাতীয় সড়কের ওপর বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় এক বাইক আরোহী। গুরুতর জখম বাইক আরোহীর নাম শুভজিৎ গাঙ্গুলি (২১)। বীরভূমের খয়রাশোল থানার নবসন গ্রামের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, বীরভূমের খয়রাশোল থানার নবসন গ্রামের বাসিন্দা রানীগঞ্জ যাচ্ছিল। পথে ডিভিসি মোড় সংলগ্ন পেট্রোল পাম্পে তেল ভরিয়ে রানীগঞ্জের দিকে রওনা দিয়েছিল। পথে রানীগঞ্জ থেকে বীরভূমের দিকে যাওয়া বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হয় এবং বাইকটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে প্রথমে পাণ্ডবেশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই বাইক আরোহীকে খান্দরা স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়। বাসটিকে আটক করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ, চালক ও খালাসি পলাতক।
latestnews
pandabeswar
bengalinews
breakingnews
Durgapur
importantnews
westbengal
dvc more
accident
BengaliNewsLive
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
Khoirashol
Banglanews
TRENDINGNEWSTODAY
birbhum
anmnews
TrendingNews
news
bengal
india
kolkata
kolkatanews