অজ্ঞাত কারণে বন্ধ সরকারি প্রকল্পের কাজ

author-image
Harmeet
New Update
অজ্ঞাত কারণে বন্ধ সরকারি প্রকল্পের কাজ


হরি ঘোষ, লাউদোহা : পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের সরপি এলাকায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল রবীন্দ্র ভবন। কিন্তু প্রায় ৩০ শতাংশ কাজ হওয়ার পর হঠাৎ কোন এক অজ্ঞাত কারণে আটকে আছে সরকারি প্রকল্পের কাজ।এ ব্যাপারে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সহ-সভাপতি শ্রীদীপ চক্রবর্তী বলেন, এই প্রকল্পের সাথে ইসিএল এর কি যোগাযোগ আছে তিনি জানেন না তবে তিনি এও বলেন, সরকারি প্রকল্পের নামে তৃণমূল নেতারা সারা বাংলা জুড়ে সরকারি টাকার নয় ছয় করছেন। বাংলার উন্নয়নের টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে উন্নয়নকে স্তব্ধ করে রেখেছেন তৃণমূল নেতারা বলে দাবি করেন শ্রীদীপ বাবু।




অন্যদিকে, দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি বলেন, এই প্রকল্পের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ইতিমধ্যেই ২ কোটি টাকা ধার্য করেছে । এই প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে প্রায় ৬ কোটি টাকা বলে জানান ব্লক সভাপতি। সুজিত বাবু বলেন, টেকনিক্যাল কারণে এই কাজ সাময়িকভাবে আটকে আছে তবে এই ব্যাপারে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রীকে চিঠি করা হয়েছে। যাতে এই ধরনের বড় প্রকল্পের কাজ শীঘ্রই শেষ হয়। ব্লক সভাপতি বলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী কথা দিয়েছেন কালীপুজোর পর এই বিষয়ে আলোচনা হবে । পাশাপাশি ব্লক সভাপতি এটাও বলেন যে, ইসিএলের জায়গায় সরকারি প্রকল্পের যে অভিযোগ এলাকায় উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা । কেননা ইসিএলের থেকে এন ও সি নিয়েই প্রকল্পের কাজ শুরু হয়েছিল । তিনি আশাবাদী আগামী ২০২৪ এর মধ্যেই এই প্রকল্পটির কাজ শেষ হবে উপকৃত হবে স্থানীয় মানুষজন।