নিজস্ব সংবাদদাতাঃ রিজার্ভ বেঞ্চে থেকে মাঠে নেমে দলকে জিতেছেন ম্যাকটমিনি। উয়েফা ইউরোপায় গোল করে হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সুপার সাব। ম্যাচ শেষে দলের রিজার্ভ বেঞ্চ প্রসঙ্গে নিজের আস্থার কথা জানিয়েছেন ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলেছেন, "বিগত কয়েকটা ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চে প্রভাব রেখেছে। আমাদের দলে এগারোজন ফুটবলার নয়, রিজার্ভ বেঞ্চও রয়েছে। এটা আমাদের কাছে বড় ব্যাপার।"