নিজস্ব সংবাদদাতাঃ শত্রুকে চোখ রাঙিয়ে ফের বড় সাফল্য পেল ভারতীয় প্রতিরক্ষা দফতর। পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত থেকে ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ শুক্রবার পূর্ব নির্ধারিত মাত্রায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উচ্চ নির্ভুলতার সাথে বঙ্গোপসাগরের লক্ষ্যবস্তু অঞ্চলটি ধ্বংস করে দেয়। পরীক্ষাটি সমস্ত অপারেশনাল এবং প্রযুক্তিগত মান পূরণ করেছে।