বৈশ্বিক সংঘাত সমাধানে যা বললেন পুতিন

author-image
Harmeet
New Update
বৈশ্বিক সংঘাত সমাধানে যা বললেন পুতিন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ না করে বৈশ্বিক সংঘাত সমাধানে ‘সদিচ্ছা’র আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনে নেতাদের সঙ্গে আলাপের সময় পুতিন বলেন, 'যে কোনও সংঘাত সমাধানে প্রত্যেকেরই সদিচ্ছা আছে এবং ইচ্ছাটাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে আমাদের। পরিস্থিতি যে রকমেরই হোক না কেন আমাদের অবশ্যই সমাধান খুঁজে বের করতে হবে।' প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, "যে কারও পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানায় রাশিয়া। যদি তা পরিস্থিতি শান্ত করে এবং সংঘাতে জড়িত সব পক্ষের জন্য হিতকর হয়। আর এটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের আমাদের মিত্রদের ক্ষেত্রেও প্রযোজ্য।"