নিজস্ব সংবাদদাতাঃ নিজের জীবনের পরোয়া না করেই জঙ্গিদের সঙ্গে সমানে লড়াই চালিয়ে গিয়েছিল। শরীরে দুটি গুলি লাগলেও কর্তব্য পালনের জন্য প্রাণ বিপন্ন বুঝেও সরেনি ঘটনাস্থল থেকে। উল্টে দুই জঙ্গিকে তার জন্যই খতম করতে পেরেছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। শুক্রবার ভারতীয় সেনার সেই কুকুর জুম-এর শেষকৃত্যে হাজির হল তার ২৯ জন সহকর্মীও।
গত ৯ অক্টোবর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার টাঙ্গপাওয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে ছিলেন ভারতীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁদের সঙ্গেই ছিল সেনার ডগ ইউনিটের অকুতোভয় সেনানি জুম। জঙ্গিদের খুঁজে বের করে তাদের কামড়ে ধরেছিল সে। সন্ত্রাসীরা তাকে দুটি গুলি করলেও নিজের কর্তব্য থেকে একচুলও সরেনি সে। পরে ওই দুই জঙ্গিকে খতম করে গুরুতর জখম অবস্থায় জুমকে নিয়ে এসে অ্যাডভান্সড ফিল্ড ভেটেনারি হসপিটালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচানোর প্রচুর চেষ্টা করেন। কিন্তু, শেষপর্যন্ত কিছুতেই কোনও কাজ হয়নি। দুপুর ১২টা নাগাদ মৃত্যু হয় জুমের। শুক্রবার পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয় জম্মুর সেনা শিবিরে। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে সেনা জওয়ানদের হাজির ছিলেন ২৯টি ডগ ইউনিটও।