বেজিংয়ে প্রেসিডেন্ট শি'র বিরুদ্ধে বিরল বিক্ষোভ

author-image
Harmeet
New Update
বেজিংয়ে প্রেসিডেন্ট শি'র বিরুদ্ধে বিরল বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর সরকারের কঠোর করোনাবিধির বিরুদ্ধে দেশটির রাজধানী বেজিংয়ে বিরল বিক্ষোভ হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের প্রাক্কালে বিরল এ বিক্ষোভ হলো। বিভিন্ন ছবি-ভিডিওতে দেখা যায়, বেজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইদিয়ান এলাকার একটি সেতুতে বিক্ষোভকারীদের দুটি বড় ব্যানার ঝুলছে। একটি ব্যানারে লেখা ছিল, ‘কোনও কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। কোনও বিধিনিষেধ নয়, আমরা স্বাধীনতা চাই। কোনও মিথ্যা নয়, আমরা মর্যাদা চাই। কোনও সাংস্কৃতিক বিপ্লব নয়, আমরা সংস্কার চাই। কোনও নেতা নয়, আমরা ভোট চাই। দাস না হয়ে আমরা নাগরিক হতে চাই।’



আরেকটি ব্যানারে অধিবাসীদের স্কুল ও কর্মক্ষেত্রে ধর্মঘট শুরুর আহ্বান জানানো হয়। প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক ও জাতীয় বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বলা হয়। কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিক্ষোভ দ্রুত বন্ধ হয়ে যায় বলে প্রতীয়মান হয়। এবং পুলিশ একজনকে গ্রেফতার করেছে।