নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে ফের নতুন করে হানাদারি শুরু করেছে রাশিয়া। রাশিয়া, ইউক্রেন যখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তাল হতে শুরু করেছে, সেই সময় তুরস্কে নতুন করে গ্যাসের হাব তৈরি করতে পারে বলে এরদোগানকে জানান ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট যখন তুরস্কের গ্যাস হাব নিয়ে মন্তব্য করেন, সেই সময় মুখ খোলে ফ্রান্স। রাশিয়া যেভাবে গ্যাস হাব তৈরি করবে বলছে, তার কোনও যুক্তি নেই। শুধু তাই নয়, ইউরোপ নিজেদের গ্যাসের হাব তৈরি করবে বলে চিন্তা করছে। সেই কারণে রাশিয়া যে গ্যাসের হাব তৈরি করছে, তা নিয়ে ইউরোপের কোনও মাথা ব্যাথা নেই বলেও স্পষ্ট জানানো হয়েছে ফ্রান্সের তরফে।