নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন যুক্তরাষ্ট্রে অপমানিত হতে হল পাকিস্তানের অর্থমন্ত্রীকে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার এবং তাঁর সহকারী যখন আমেরিকায় যান, তখন সেখানে বসবাসকারী বেশ কিছু পাকিস্তানি তাঁদের অপমান করেন। মার্কিন মুলুকে পাকিস্তানিদের অপমান সহ্য করতে না পেরে, পাল্টা চিৎকার করে ওঠেন ইশাক দার। আমেরিকাতে দাঁড়িয়েই সেখান বসবাসকারী পাকিস্তানিদের অশ্লীল ভাষায় পাল্টা আক্রমণ করেন ইশাক দার। প্রসঙ্গত পাকিস্তানের অর্থমন্ত্রী এবং তাঁর সহকারী আমেরিকায় পৌঁছালে, তাঁদের উপর 'চোর চোর' বলে চিৎকার করা হয়। এরপরই মেজাজ হারান ইশাক দার।
সূত্রে খবর, বিশ্ব ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মনিটারি ফান্ডের বৈঠকের জন্যই আমেরিকায় হাজির হন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। পাকিস্তানের অর্থমন্ত্রীর সঙ্গে সেখানে ছিলেন পাক দূত মাসুদ খান। ইসাক দার যখনই পাক দূতকে নিয়ে আমরিকায় হাজির হন, সেই সময় তাঁকে দেখে চোর চোর বলে চিৎকার করেন একদল মানুষ। এরপর মেজাজ হারিয়ে পাল্টা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন ইশাক দার।