তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিপিএলে দল রাজস্থান রয়্যালস

author-image
Harmeet
New Update
তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিপিএলে দল  রাজস্থান রয়্যালস

নিজস্ব সংবাদদাতা : তবে শুধু নামই বদলে যাচ্ছে না। আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে থাকা কুমার সাঙ্গাকারাও সামনের মরসুম থেকে বার্বাডোজ রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘দ্য রয়্যালস স্পোর্টস গ্রুপ’ এর প্রধান এবং রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদাল বলেন, “বার্বাডোস সিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অর্জনের জন্য আমরা মণীশ প্যাটেলের সঙ্গে এই চুক্তি করতে পেরে আনন্দিত। বার্বাডোস সরকারের সহায়তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি আমরা দেশের জন্য ক্রিকেট এবং পর্যটন উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারব এই প্রত্যাশা করছি।”আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের পরে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিপিএলে দল কিনলো রাজস্থান রয়্যালস। ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগ নাইট রাইডার্স কিনেছিল। তারপর ২০২০ সালে পাঞ্জাব কিংস সেন্ট লুসিয়া জুকস-এর মালিকানা কেনে।