নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : অবশেষে ধরা হল এক দাঁতাল কে। সকাল থেকে চেষ্টা করে তাকে তিনটি ডার্ট মারা হয়। দুটি মিস হলেও একটি লাগে হাতির পেছন দিকে। সেটা নিয়েই সে গভীর জঙ্গলে পালিয়ে যায়। এর পর আর খোঁজ পাওয়া যায়নি।
অপারেশন শেষ করে সন্ধ্যার মুখে কুনকি গুলি ফিরিয়ে আনা হয়। ঠিক তখনই খবর আসে শুষনি গেরিয়ার জঙ্গলে সে ঝিমাচ্ছে। ফের বনদফতর এর টিম ঘটনা স্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করে। অন্য হাতির আক্রমন ঠেকাতে গোটা এলাকা হুলা দিয়ে ঘিরে রাখা হয়।