'সিতরং' ঘূর্ণিঝড় নাকি গুজব?

author-image
Harmeet
New Update
'সিতরং' ঘূর্ণিঝড় নাকি গুজব?

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় সিতরংয়ের আগমনের খবর পাওয়ার পর থেকেই বাড়ছে আতঙ্ক। চলছে নানান জল্পনা-কল্পনা। তবে, আইএমডি বিষয়টিকে স্রেফ গুজব বলে অভিহিত করেছেন। মানুষকে এর থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। আইএমডি ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনো পূর্বাভাস দেয়নি। ঘটনার সাত দিন আগে আবহাওয়া-সম্পর্কিত কোনো ভবিষ্যদ্বাণী করা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয় বলে টুইট করেছে আইএমডি ভুবনেশ্বর।

কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ বিষয়ে একটি ভবিষ্যদ্বাণী করার পর এই ‘গুজব’ ছড়িয়ে পড়ে। তিনি বলেন,"১৭ অক্টোবর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ১৮ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।"পলাশ বলেন, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় আঘাত হানতে পারে।জিএফএস মডেলের ভবিষ্যদ্বাণী উল্লেখ করে পলাশ আরও বলেন, সিস্টেমটি সুপার সাইক্লোন হতে পারে।এর বাতাসের গতি ঘূর্ণিঝড় আম্ফানের মতো হতে পারে। তার পর থেকেই বেড়েছে উদ্বেগ।