দিলীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান ও গো ব্যাক স্লোগান তৃণমূলের

author-image
Harmeet
New Update
দিলীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান ও গো ব্যাক স্লোগান তৃণমূলের


নিজস্ব প্রতিনিধি, বেলদাঃ সাতসকালে রাজ্যের নজর পশ্চিম মেদিনীপুরের দিকে। দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ঘিরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। প্রাতঃভ্রমণে বেরনোর পর দিলীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের।
শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশন, নন্দ মার্কেট সহ একাধিক জায়গায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রে কী কাজ করেছেন? দিলীপ ঘোষকে ঘিরে জানতে চায় তৃণমূল কর্মী সমর্থকেরা। তারপরই দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তারা। পাশাপাশি চোর বলেও আখ্যা দেওয়া হয়। ক্রমশ সেই পরিস্থিতি আরও জটিল হতে থাকে। তৃণমূলের বিক্ষোভ চলাকালীন দিলীপ ঘোষের এক উক্তি ঘিরে বচসা সৃষ্টি হয় বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশ কর্মীরা।
 বেলদা থানার পুলিশ দু পক্ষকে নিয়ন্ত্রণে আনে। তবে স্বাভাবিকভাবেই প্রাতঃভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগানের মুখে দিলীপ ঘোষকে পড়ায় রাজ্যের নজর এবার শুধুমাত্র বেলদার দিকে।