নিজস্ব সংবাদদাতাঃ চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস শুরু হচ্ছে আগামী রবিবার থেকে। এ কংগ্রেসে চীনের বর্তমান প্রেসিডেন্ট ঐতিহাসিক তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক হলে, ৬৯ বছর বয়সী শি জিনপিং-কে দলের সাধারণ সম্পাদক হিসেবে আবার নির্বাচন করা হবে। এতে মাও সে–তুংয়ের পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে নিজের জায়গা পোক্ত করছেন তিনি। বেজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার সেখানে চীনের সব প্রদেশ থেকে ২ হাজার ৩০০ রাজনীতিবিদ জড়ো হবেন। তবে দেশটিতে বর্তমানে করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। তবে এ আয়োজনের বেশির ভাগই অনুষ্ঠিত হবে রুদ্ধদার বৈঠকের মাধ্যমে। কংগ্রেস প্রতিনিধিরা প্রথমে বাছাই করবেন কেন্দ্রীয় কমিটির ২০৪ সদস্য। এই সদস্যরা পরে নির্বাচিত করবেন ২৫ সদস্যের পলিটব্যুরো। এটাকেই চীনের মন্ত্রিসভা বলা যায়। এরাই ক্ষমতার ভরকেন্দ্র। কেন্দ্রীয় কমিটি পার্টির সাধারণ সম্পাদক তথা সর্বোচ্চ নেতাও নির্বাচিত করে। শি সর্বোচ্চ নেতা হিসেবে থেকে গেলে পলিটব্যুরোর ২৫ জন তাঁকে পরামর্শ দেওয়ার জন্য ৭ জন উপদেষ্টাও বাছাই করবেন। যাকে বলা হয় ‘স্ট্যান্ডিং কমিটি’। এই কমিশন, পলিটব্যুরো ও স্ট্যান্ডিং কমিটি ১৪১ কোটি মানুষকে আগামী পাঁচ বছর পরিচালনা ও শাসন করবে।