সাক্ষ্য দিতে ট্রাম্পকে সমন জারি করবে কংগ্রেস কমিটি

author-image
Harmeet
New Update
সাক্ষ্য দিতে ট্রাম্পকে সমন জারি করবে কংগ্রেস কমিটি

নিজস্ব সংবাদদাতাঃ ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনি সমন জারি করবে কংগ্রেসের তদন্ত কমিটি। মার্কিন কংগ্রেসের যে কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারির এ দাঙ্গার ঘটনা তদন্ত করছে, তারা গতকাল বৃহস্পতিবার ট্রাম্পকে সাক্ষ্য দিতে সমন জারির পক্ষে ভোট দেয়। ৯ সদস্যের এ প্যানেলে ৭ জন ডেমোক্র্যাট ও ২ জন রিপাবলিকান আইনপ্রণেতা রয়েছেন। ক্যাপিটল দাঙ্গার বিষয়ে নথিপত্র প্রদান ও সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে সমন জারির পক্ষে ভোট পড়ে নয়টি। অর্থাৎ প্যানেলের সব সদস্য সমন জারির পক্ষে ভোট দিয়েছেন। 


আগামী কয়েক দিনের মধ্যে ট্রাম্পকে সমন জারি করা হতে পারে। সমন প্রতিপালনে তাঁকে সময় বেঁধে দেওয়া হবে। ট্রাম্প যদি এ সমন প্রতিপালন না করেন, তাহলে তিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হতে পারেন। তিনি এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে।