নিজস্ব সংবাদদাতাঃ ফের ফাটল বউবাজারের বাড়িতে। মেট্রো রেলের কাজের কারণেই বউবাজারের ১০টি বাড়িতে ধরল ফাটল। ভোররাত থেকে ঘরছাড়া একাধিক পরিবার। এলাকা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এদিকে, বারংবার বাড়িতে ফাটল ধরায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। অভিযোগ, ফাটলের কথা জানানোর পরও মেট্রো রেলের প্রতিনিধিরা আসেনি। পরে মেট্রো রেলের তরফে তিন প্রতিনিধিদের পাঠানো হলেও, তাদের এলাকায় ঢুকতে বাধা দেন বাসিন্দারা। জানা গিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ কমপক্ষে ১০টি বাড়িতে ফাটল ধরেছে। ভোর রাত থেকেই বাড়ির বাসিন্দারা ব্যাগপত্র গুছিয়ে রাস্তায় বসে রয়েছেন। এলাকা খালি করার নির্দেশ দিয়েছে পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো। ভোর সাড়ে ছ’টা নাগাদ মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা আসেন।