যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড নিকোলাসের

author-image
Harmeet
New Update
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড নিকোলাসের

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিদ্যালয়ে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার দায়ে অভিযুক্ত হন ২৪ বছর বয়সী নিকোলাস কার্জ। তবে আদালতে তাঁর আইনজীবী বলেন, নিকোলাস পেটে থাকা অবস্থায় তাঁর মা প্রচুর মদপান করতেন। সেটার নেতিবাচক প্রভাব পড়েছে নিকোলাসের মস্তিস্কে। তাই নিকোলাসকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জুরি বোর্ড নিকোলাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 


২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছিলেন নিকোলাস। এর মধ্যে ১৪ জনই ছিল শিক্ষার্থী। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। এতদিন বিচার চলছিল নিকোলাসের। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি উঠেছিল ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে। তবে শুনানি শেষে ১২ সদস্যের জুরি বোর্ড নিকোলাসকে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।