নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বৈবাহিক জীবনের পর সংসার ধর্মের চাপে ভালোবাসার মাঝের প্রেমটা কোথায় যেন হারিয়ে যায়। তবে এই প্রেমটাই ভালোবাসার জাদুকাঠি। এই প্রেমটাকে হারিয়ে যেতে দেবেন না। এই ক্ষেত্রে বেশিকিছু করতে হবেনা। মাসে অন্তত একবার শুধু দুই জনে মিলে নিজেদের পছন্দের কোনও সিনেমা দেখে আসুন। প্রেমটাকে ধরে রাখুন।