রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করলেন কাজাখ উপ-পররাষ্ট্রমন্ত্রী

author-image
Harmeet
New Update
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করলেন কাজাখ উপ-পররাষ্ট্রমন্ত্রী



নিজস্ব সংবাদদাতা: রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করলেন কাজাখ উপ-পররাষ্ট্রমন্ত্রী রোমান ভ্যাসিলেঙ্কো। ভারত 'ভারসাম্যপূর্ণ' অবস্থান বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

Russia-Ukraine War Highlights: Vladimir Putin To Meet Tayyip Erdogan,  Likely To Look At Ukraine Peace Options, Says Kremlin

তিনি বলেন, "এই বছরের শুরু থেকে ভারত রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কাছে নিজের মতামত উপস্থাপন করেছে"। তিনি রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষের সমাধানের ক্ষেত্রে ভারতের বক্তব্যকেই সামনে রেখে বলেন, "সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় হল কূটনীতির মাধ্যমে সমাধানে পৌঁছানো"।

Ukraine Under Attack: Images From the Russian Invasion - The New York Times