নিজস্ব সংবাদদাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে নতুন করে ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এছাড়াও ইউক্রেনের ওপর রাশিয়া পারমাণবিক হামলা করতে পারে বলেও মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে এবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল বৃহস্পতিবার বলেছেন, "ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যেকোনো পারমাণবিক অস্ত্রের ব্যবহার তার বাহিনীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে"।