স্পেন ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেবে

author-image
Harmeet
New Update
স্পেন ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেবে


নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার ক্রমবর্ধমান রকেট হামলার ফলে ফের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি রক্তাক্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা করল মার্কিন প্রতিরক্ষা সচিব। 

Turkey deployed Hawk air defence system in Tripoli Mitiga airport | January  2020 Global Defense Security army news industry | Defense Security global  news industry army 2020 | Archive News year

বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্পেন ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা "হক সিস্টেম" প্রদান করবে। যা ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করবে বলে জানিয়েছেন লয়েড অস্টিন।

MIM-23 Hawk - Wikipedia