নিজস্ব সংবাদদাতাঃ ভারতের প্রতিবেশী দেশ নেপাল থেকে একটি বড় খবর সামনে এসেছে। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা জনতা সমাজবাদী পার্টির প্রতিনিধিত্বকারী চার মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন। যে সমস্ত মন্ত্রীদের বরখাস্ত করা হয়েছে তাদের মন্ত্রকগুলো এখন প্রধানমন্ত্রী দেউবা নিজেই পরিচালনা করবেন। জনতা সমাজবাদী পার্টি (জেএসপি) আসন্ন নির্বাচনের জন্য বিরোধীদের সাথে জোট গঠনের পরে দেউবার এই সিদ্ধান্ত এসেছে।