নিজস্ব সংবাদদাতাঃ ঘরে ফেরাকে কেন্দ্র করে মল্লারপুরের বানাসপুর গ্রামে বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে ভাঙচুর চলে একাধিক বাড়িতে। বিজেপির দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই গ্রামছাড়া ছিল ১৫টি পরিবার। অভিযোগ, আজ সকালে গ্রামে ফিরতেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি সমর্থকদের বাড়িতে চলে ভাঙচুর। তৃণমূলের পাল্টা অভিযোগ, স্থানীয় বিজেপি নেতার নেতৃত্বে গ্রামে বোমাবাজি শুরু হয়। প্রতিবাদ করায় মারধরও করা হয় বলে অভিযোগ। গ্রাম থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। চলছে পুলিশি টহল।