শ্রমিক বিক্ষোভকে ঘিরে উত্তেজনা এলাকায়

author-image
Harmeet
New Update
শ্রমিক বিক্ষোভকে ঘিরে উত্তেজনা এলাকায়

হরি ঘোষ, দুর্গাপুর : শ্রমিক বিক্ষোভ দুর্গাপুরে এক বেসরকারি কারখানায়। কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ শ্রমিকদের। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুরের ইন্দো আমেরিকা মোড়ের কাছে একটি কারখানায় ব্যাপক উত্তেজনা।২০১৮সালে অক্টবর মাসে দুর্গাপুরের বেসরকারি এই কারখানার এক নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়।২০১৯এর জুন মাসে শেষবার বেতন পেয়েছিলেন কারখানার ১২৬জন শ্রমিক। এরপর ২০২১ সালে কারখানার মালিকানা হস্তান্তর হয়।সংস্থার বাকি দুটি ইউনিট খোলা থাকলেও কাজ হারানো এই ১২৬ জন শ্রমিক আন্দোলনে সামিল হয়।



 কাজ হারানো শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ সবার সামনে তখন এই ইউনিট খুলে ফের পুনর্বহলের প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি। কেউ দিন মজুর, কেউ অন্য কাজ করে কোনোরকমে দিন গুজরান করছেন আজও, এর মধ্যে তিন জন শ্রমিক বিনা চিকিৎসায় মারা যান বলে শ্রমিকরা জানান।এইদিকে বেশ কয়েকবার এক নম্বর ইউনিটের মেশিন পত্র দেখার জন্য কর্তৃপক্ষ এই ইউনিটে এসেছিলেন অভিযোগ প্রবল শ্রমিক বিক্ষোভে কাজ করতে পারেনি বলে অভিয়োগ কর্তৃপক্ষের।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে কর্তৃপক্ষ সমস্যার কথা জানান, জানানো হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও জেলা প্রশাসনকে, কিন্তু মেলেনি সুরাহা মেলেনি।এখন আন্দোলনের গতি কোন পথে যায় তার ওপর দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুরের এই বেসরকারি কারখানার ভবিষৎ।