নিজস্ব সংবাদদাতাঃ একদিনে ইউক্রেনের ৪০টির বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র দেশটির বিভিন্ন শহরের স্থাপনায় আঘাত হানে বলে দাবি ইউক্রেনীয় কর্তৃপক্ষের। বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্টাফ জানান, ২৪ ঘণ্টায় ৪০টির বেশি ইউক্রেনীয় এলাকায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্রগুলো। আর রাশিয়ার ৩২টি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় বিমান বাহিনী। সম্প্রতি ক্রিমিয়ার ব্রিজে শক্তিশালী বিস্ফোরণে ক্ষতিগ্রস্তের জন্য কিয়েভকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর থেকে ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে রুশ বাহিনী।