১,৬০০ কোটি রুপি পাচারের মামলায় শাহবাজ-হামজা খালাস

author-image
Harmeet
New Update
১,৬০০ কোটি রুপি পাচারের মামলায় শাহবাজ-হামজা খালাস

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর ছেলে হামজা শাহবাজকে ১ হাজার ৬০০ কোটি রুপি পাচারের মামলা থেকে মুক্তি দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) মামলাটি করেছিল। আদালতকে এফআইএ জানায়, বাবা ও ছেলে দুজনের কারও ব্যাংক হিসাবে সরাসরি কোনো অর্থ জমা হয়নি। এরপর শাহবাজ পরিবারের বিরুদ্ধে করা এই মেগা অর্থপাচার মামলায় আদালত রায় ঘোষণা করেন। এদিন বাবা-ছেলেকে আদালতে হাজির হতে সমন জারি করা হলেও দুজনের কেউই উপস্থিত ছিলেন না। শাহবাজ দাপ্তরিক কাজে ব্যস্ত আর হামজা অসুস্থ থাকায় হাজিরা থেকে অব্যাহতি চান তাঁদের আইনজীবী। তবে বিশেষ আদালতের বিচারক ইজাজ আওয়ান বলেন, আদালতে দাখিল করা চালান প্রতিবেদনে সন্দেহভাজনদের বিরুদ্ধে ‘অকাট্য সাক্ষ্যপ্রমাণ’ দিতে পারেনি এফআইএ। ফলে আদালত সন্দেহভাজনদের মুক্তি দিয়েছেন।