কিয়েভ অঞ্চলের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছেঃ কিয়েভ পুলিশ

author-image
Harmeet
New Update
কিয়েভ অঞ্চলের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছেঃ কিয়েভ পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ  'কামিকাজে' ড্রোনগুলো কিয়েভ অঞ্চলের অবকাঠামোগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পুলিশের প্রধান। তিনটি 'কামিকাজে' ড্রোন বুচা জেলায় আঘাত হেনেছে বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান আন্দ্রেই নেবিতোভ। তিনি বলেন, "শত্রুরা কিয়েভ অঞ্চলের অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়।" তিনি বলেন, কিয়েভ অঞ্চলে মাকারিভ সম্প্রদায়ের লক্ষ্যবস্তুতে ড্রোন হামলাও চালানো হয়।