নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের শুয়াফাত শরণার্থীশিবির ও আশপাশের এলাকায় ধর্মঘট শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর দিনব্যাপী অবরোধের প্রতিবাদে এ ধর্মঘট করছে তারা। এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমের শুয়াফাত শরণার্থীশিবিরের প্রধান চেক পয়েন্টে গুলোতে এক ইসরায়েলি সেনা নিহত হন। এ ঘটনায় ইসরায়েলি বাহিনী শিবিরের গেট বন্ধ করে দেয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ক্যাম্পের বাসিন্দারা আটকে পড়ে। এর প্রতিবাদে ধর্মঘট শুরু করে ফিলিস্তিনিরা। শুয়াফাত শরণার্থী ক্যাম্পের মতোই নাবলুসেও চলছে ধর্মঘট। শুয়াফাত শরনার্থীশিবির, আনতা, রাস খামিস, রাস শাহদেহ ও দাহিয়াত আল-সালামের নিকটবর্তী এলাকায় ১ লাখ ৩০ হাজার ফিলিস্তিনির বসবাস। তাদের চারপাশ আগে থেকেই দেওয়ালে ঘেরা। আর বের হওয়ার দুটি গেটে সব সময় থাকে ইসরায়েলি তল্লাশি চৌকি।
গত শনিবার রাতে ক্যাম্পের প্রধান তল্লাশি চৌকিতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকেই সেই গেট দুটিও বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত ইসরায়েলি সেনারা ক্যাম্পে অভিযান চালিয়ে ওই ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে ১১ জনকে আটক করেছেন। তবে এখন তাঁরা সন্দেহভাজন আরও একজনের খোঁজে অভিযান অব্যাহত রেখেছেন। যাঁর বয়স ২২ বছর, নাম উদে তামিমি।