নিজস্ব সংবাদদাতা : সিরাপের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিল মহারাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক। সেই সঙ্গে ডায়েথিলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোলের মাত্রার রিপোর্ট চেয়েছে।
হরিয়ানা জানয়েছিল হু-র রিপোর্টের পর মেডেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদন বন্ধের কথা। গাম্বিয়াতে রফতানি করা কাশি, ঠান্ডার সিরাপগুলি শিশু মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এর পর সিরাপের নমুনা পরীক্ষার নির্দেশ মহারাষ্ট্রে।