নিজস্ব সংবাদদাতাঃ হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্টের রায় বহাল রেখেছেন হেমন্ত গুপ্ত। বিচারপতি ধুলিয়া কর্ণাটক হাইকোর্টের বিরুদ্ধে আবেদনের যৌক্তিকতার স্বীকৃতি দিয়েছেন। যদিও হিজাব মামলায় ঐক্যমত হলেন না সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। /)
মামলাকে ঘিরে দ্বিখণ্ডিত রায়দান করেছেন বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি সুধাংশু ধুলিয়া। প্রকাশ্যে এসেছে দুই বিচারপতির মতভেদ। এই অবস্থায় এখন প্রশ্ন উঠছে হিজাব বিতর্কে এর পরে কী হবে? যদিও শেষ শুনানি প্রধান বিচারপতির বেঞ্চেই হবে বলে খবর।