দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বিজেপির বিজয়া সন্মেলনের মঞ্চে দিলীপ ঘোষ হাতে তলোয়াড় নিতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিউ সেটেলমেন্টের এলাকায় বিজেপির বিজয়া সন্মেলন অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। মঞ্চে তাকে সম্বর্ধনা দেওয়ার সময় তার হাতে তলোয়াড় তুলে দেওয়া হয়। তলোয়াড় হাতে নিতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।এই নিয়ে তৃণমূলের জেলা ক-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'দিলীপ ঘোষ তার জন্মলগ্ন থেকেই হিংসা ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূলকে মাটিতে পুঁতে দিচ্ছেন। কখনো হাত-পা ভেঙে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। আজকে বিজেপির যে বিজয়া সম্মেলন তাতে তলোয়াড় ঘুরিয়ে তিনি বোঝাতে চাইছেন তলোয়ার দিয়ে মেরে কেটে শেষ করে দেব। উনি বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন বাংলায় অশান্তি ছড়ানোর জন্য। আপনি যদি এই জেলায় অশান্তি করে কোন ঘটনা ঘটাতে চাইছেন ভোটের আগে। বিপদ এলে আমরা মোকাবিলা করতে জানি। এটা মনে রেখে অশান্তি করবেন।'
দিলীপ ঘোষ বলেন, 'সারা বাংলাব্যাপী বিজেপির বিজয়া সম্মেলন চলছে। খড়গপুরের বিজয়া সম্মেলনে আমরা একত্রিত হয়েছিলাম। সম্মেলনের মাধ্যমে সবাইকে একত্রিত করে মিষ্টি খাওয়া এই সৎ ভাবনা আমাদের। শুনলাম টিএমসি আমাদের দেখে সব জায়গায় বিজয়া সম্মেলন করছে। ভালো জিনিস শিখলে সমাজের পক্ষে ভালো হয়। কাপুরুষরা তলোয়াড় দেখলে ভয় পায় চিরদিন।'