নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৪ লাখ

author-image
Harmeet
New Update
নাইজেরিয়ায় বন্যায় ৫০০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ১৪ লাখ

নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ায় এক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। বর্ষা শুরু হওয়ার পর থেকে ১৪ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। প্রবল বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়। এতে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দুর্বল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেশটিতে খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।


নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৫০০ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। আহত হয়েছে ১ হাজার ৫৪৬ জনের মতো। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের তথ্য উপপরিচালক রোদা ইশাকু ইলিয়া আরও জানান, ৪৫ হাজার ২৪৯টি ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০ হাজার ৫৬৬ হেক্টর কৃষিজমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে।